সাউদার্ন ভার্সিটির পুরকৌশল বিভাগে বিদায় অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের গ্রাজুয়েট শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের (আইইবি) অডিটরিয়ামে অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। উদ্বোধক ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী আবুল হাসান, বিভিন্ন অনুষদের ডিন ও উপদেষ্টা, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথি বলেন, দেশের উচ্চ শিক্ষার প্রসারে ও শিক্ষিতের হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। আগামীতে দেশের অগ্রগতি ও উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবহারিক শিক্ষাগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে ওঠতে হবে। এই শিক্ষা যাতে দেশ ও জাতির কল্যাণে আসে সেই দিকে লক্ষ্য রাখতে পরামর্শ দেন তিনি।

উপাচার্য বলেন, গুণগত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে সাউদার্ন ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছিল তা আজ বাস্তবে রূপ নিয়েছে। শিক্ষার্থীরা দেশে বিদেশে নিজেদের ক্যারিয়ার গড়ে বাংলাদেশকে উজ্জ্বল করছে। দেশকে এগিয়ে নিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন সিভিল ইঞ্জিনিয়াররাই। সুশিক্ষার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে যাবে এটাই প্রত্যাশা করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধবিশ্ব কিডনি দিবস ও কিছু কথা