চন্দনাইশের বৈলতলীতে প্রথমবারের মত আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। সম্প্রতি অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাইনজুরী স্পোর্টিং ক্লাব ১–০ গোলে দোহাজারী ঈদপুকুরিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।
আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সহ–সভাপতি মো. তৌহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, আবুল হোসেন ভূঁইয়া, বৈলতলী ইউপি চেয়ারম্যান এস.এম সায়েম, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, মো. ইয়াছিন আরাফাত চৌধুরী, মফিজুর রহমান মুন্না, নাজিম উদ্দীন ভূঁইয়া, আনছারুল হক, মাঈনুদ্দীন ভূঁইয়া, মো. ফারুক পারভেজ। টুর্নামেন্টে দক্ষিণ চট্টগ্রামের ৩০টি দল অংশ গ্রহন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে প্রাইজ মানি ও ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি।