বসন্ত আজও আছে

রেজাউল করিম | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

রোদেলা দুপুরে পাতা ঝরে

ফাগুনের বাতাসে, পলি মাটি হাসে;

ভালোবাসার আগুনে মন চনমনে।

পাতা ঝরে, পাখি ডাকে কুহু কুহু সুরে।

আমকাঁঠালের পোয়াতি শরীর যেন ক্লান্ত শ্রান্ত,

গোমতি দুর্বিপাকে ভীষণ দিশেহারা আজ।

ফাগুনের এই দিনে ছায়াঘেরা

মায়াঘেরা শান্ত স্নিগ্ধ এইভূমে

উড়ুক্কু মন আমার ফুলবাগানে

ঘুরঘুর করে।

ওদিকে ময়নামতি হলে একদল সতেজ

নারীপুরুষ

বাদ্যের তালে তালে নাচে গানে

মেতে ওঠে

জীবন থেকে স্মৃতি, স্মৃতি থেকে জীবন।

আহা, ফেলে আসা

সেই হিরন্ময় জীবন!

বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলো

আজ আর নেই…’

আখতার হামিদের ম্যুরাল

আলোকচ্ছটা ছড়ায়, প্রশান্তিতে

মন ভরে যায়।

কে বলেছে বসন্ত নেই?

মৃদুমন্দ বাতাসে পাতা নড়ে,পাতা ঝরে

বসন্ত আজও আছে প্রকৃতির মাঝে।

পূর্ববর্তী নিবন্ধকবিরা পরাস্ত হয় না
পরবর্তী নিবন্ধনারীর চোখে বিশ্ব দেখি