একাত্তরে আমার শৈশব কেটেছে
যুদ্ধে যেতে পারিনি তাই
বুকটা আমার যেন শহীদ মিনার
তোমাদের জয়গান গাই।
বুকের রক্ত দিয়ে বিশ্ব মানচিত্রে
লিখেছিলে এদেশের নাম
সেদিন থাকতাম যদি তোমাদের সাথে
এই আমি ধন্য হতাম
তোমাদের চেতনা বুকে নিয়ে আমি যেন
মৃত্যুর দুয়ারে তে যাই
তোমাদের জয়গান গাই।
তোমাদের গান গেয়ে শিল্পী জীবন শুরু
তোমাদের কথা নিয়ে লেখালেখি
এদেশের প্রকৃতি আকাশ মাটিতে শুধু
তোমাদের রক্তিম ছবি দেখি
তোমাদের ঋণগাঁথা চেতনার স্বপ্ন
বাংলার যেদিকে তাকাই
তোমাদের জয়গান গাই !











