চকরিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভায় মানুষের ঢল

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৮:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভায় ঢল নেমেছিল মানুষের। আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা থানা রাস্তার মাথার সিস্টেম কমপ্লেক্সের সামনের বিশাল জায়গা ছাড়িয়ে মানুষের স্রোত বিস্তৃত হয় মহাসড়কের দুই পাশসহ আশপাশের অলিগলিতে। এতে মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি হয়।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ জনতার ঢল নামে।

এর আগে সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। একইসাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় এমপি’র নেতৃত্বে।

বিকেলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। পৌরসভার সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মাকসুদুল হক ছুট্টো, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু কাশেম, তিন উপজেলার ২৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।

প্রধান অতিথি এমপি জাফর আলমের বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া, জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ এবং দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ বশির আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, “১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণের মধ্য দিয়ে ঘুমন্ত বাঙালি স্বাধীনতার চেতনায় উদ্ধুদ্ব হয়ে মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামের ঝাঁপিয়ে পড়ে। সেইদিন যদি বঙ্গবন্ধু ডাক না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ‘তোমাদের যার যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থেকো, শত্রু বাহিনীর মোকাবেলা করতে হবে।’ বঙ্গবন্ধুর এমন ঘোষণার মধ্য দিয়ে নিরস্ত্র জাতি সশস্ত্র জাতিতে পরিণত হয়। আর এতেই আসে মহান স্বাধীনতা।”

এমপি বলেন, “বিএনপি-জামায়াত-জঙ্গিবাদীচক্র দেশকে আবারো অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে মাঠে তৎপর হওয়ার চেষ্টায় রয়েছে। তবে আমি হুঁশিয়ারি দিচ্ছি- চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীতে কোনো ধরনের অপতৎপরতা চালিয়ে কোনো লাভ হবে না। এর পরও কেউ আন্দোলনের নামে রাজপথ দখলে নেওয়ার এবং জানমালের ক্ষতির চেষ্টা করা হলে সে যত বড় নেতা বা কর্মীই হউক না কেন তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে বিএনপি-জামায়াতের জঙ্গিবাদী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবেলায় প্রস্তুত রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধঢাকায় বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধবগুড়ার শিশু ধর্ষণ মামলার আসামী কক্সবাজার থেকে গ্রেফতার