চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক প্রীতি সমাবেশ গত ৪ মার্চ কাপ্তাইস্থ লেক শোর রিসোর্টে অনুষ্ঠিত হয়। সমাবেশে সমিতির আজীবন সদস্য ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। প্রীতি সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তা পরিবেশন, খেলাধুলা ও র্যাফেল ড্র, দুপুরের খাবার ও বৈকালিক নাস্তার ব্যবস্থা করা হয়। র্যাফেল ড্র ও খেলাধুলায় আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে কলেজ জীবনের স্মৃতিচারণ করেন হাসান মুরাদ বিপ্লব, হাফিজুর রহমান, সিরাজুল আলম ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম। প্রাক্তন সমিতির উপদেষ্টা মরহুম মোসলেম উদ্দিন আহমেদ এমপি, সিনিয়র সহ–সভাপতি লায়ন এম. সামশুল হক, উপদেষ্টা কাজী শামসুর রহমান ও সদস্য খাইরুল বশরের মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সমাপনী বক্তব্যে প্রীতি সমাবেশের আহবায়ক আ. ন. ম. ওয়াহিদ দুলাল প্রীতি সমাবেশ সুন্দর ও সার্থক করতে অংশগ্রহণকারী সকল আজীবন সদস্য ও তাদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












