সাতকানিয়ায় দেড় হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় দেড় হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের উপজেলার জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেনআবু বক্কর সিদ্দিক প্রকাশ বাবু (২৬) ও তার স্ত্রী সাহিদা আকতার (২২)

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত স্বামীস্ত্রীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল তাদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে সেনাবাহিনীর অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বিদ্যৃৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু