চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে জিবিএম ভাটায় কাঠ পোড়ানো, জলকদর খাল থেকে অবৈধভাবে মাটি কাটা এবং অবৈধভাবে করাতকল স্থাপন করায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৬ মার্চ) বিকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, বাহারছড়া ইউনিয়নের রত্নপুরে জিবিএম ভাটায় কাঠ পোড়ানোর দায়ে ১ লাখ টাকা, জলকদর খাল থেকে অবৈধভাবে মাটি কাটার চেষ্টা করায় ফজুলল কাদের চৌধুরী(৬৫)কে ২০ হাজার টাকা ও অবৈধভাবে করাতকল স্থাপন করায় মোক্তার আহমেদ(৫০)কে ২০ হাজার টাকা সহ মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও বাঁশখালীর পৌর এলাকায়, পুকুরিয়া, সাধনপুর ও কাথরিয়া ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জলকদর খালের পাশে খাস জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত স্কেভেটর জব্দ করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “সকল অনিয়মের বিরুদ্ধে প্রশাসন সবসময় সোচ্চার। তারই ধারাবাহিকতায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে জিবিএম ভাটায় কাঠ পোড়ানো, জলকদর খাল থেকে অবৈধভাবে মাটি কাটা এবং অবৈধভাবে করাতকল স্থাপন করায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
জনসাধারণের স্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।