স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার আল-আমিনের বিচার শুরু

| সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৮:০৫ পূর্বাহ্ণ

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আলআমিন হোসেনের বিচার শুরু হয়েছে। রোববার আদালত চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এদিন ক্রিকেটার আলআমিন আদালতে হাজিরা দেন। তার পক্ষে অব্যাহতির আবেদন করেন আইনজীবী।

 

এ সময় আলআমিন নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। শুনানি শেষে বিচারক তার নামে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। সাক্ষীর জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন। গত বছরের ১ সেপ্টেম্বর আল আমিনের নামে স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

পরদিন আল আমিনের নামে করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। গত ২ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আলআমিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আলআমিন হোসেনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে নওজোয়ানের জয়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় রয়েল স্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত