নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। নির্মাণ শেষে বেশকিছু আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছে সিনেমাটি। কিন্তু বাংলাদেশে সেন্সর বোর্ডে এর ছাড়পত্র নিয়ে তৈরি হয় জটিলতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমাটি তবে দেশে নয়, যুক্তরাষ্ট্র ও কানাডায়। জানা গেছে, আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’। ভারতের প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে সেখানে সিনেমাটি পরিবেশনা করছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)। খবর বাংলানিউজের।
ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন দোকানে, দেয়ালে শোভা পাচ্ছে তার ‘শনিবার বিকেল’র পোস্টার। সামাজিকমাধ্যমে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে খবরটি জানিয়েছেন ফারুকী নিজেই। সেখানে দেখা যায়, বিভিন্ন দোকানের দরজায়, দেয়ালে ও সিনেমা হলের সম্মুখে ‘শনিবার বিকেল’র পোস্টার টানানো হয়েছে।