গৃহহীন তিন পরিবারকে পাকা ঘর দিলেন মনজুর আলম

| সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:৫৬ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে সাবেক মেয়র, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আলহাজ্ব এম. মনজুর আলম গতকাল রোববার নগরীর মনছুরাবাদ নিবাসী মরহুম নজির আহমদের গৃহহীন ৩ টি পরিবারকে পাকা ঘর নির্মাণ করে হস্তান্তর করেন।

 

এম. মনজুর আলমের আশ্রয়ণ প্রকল্পের অধীনে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হলো। ০২১৮ শতাংশ জমির উপর ১ ইউনিটের ৩ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ৩২ লক্ষ টাকা ব্যয় করা হয়। প্রতিটি পরিবারের জন্য ২টি বেড রুম সহ কিচেন, ড্রইং রুম ও বাথ রুম রয়েছে। উপকার ভোগী ৩ টি পরিবার হলেন মরহুম

নজীর আহম্মদের পুত্র মো. ইউসুফ, মো. আবদুল মালেক ও কন্যা শিরীন আকতার। সাবেক মেয়র নজির ভিলা নামে এই ভবনটি ফলক উন্মোচন, দলিল ও চাবি হস্তান্তর করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের অনুসরনে আমরা গৃহহীনদের

মৌলিক অধিকারের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করেছি। ইতোমধ্যে এ প্রকল্পের অধীনে বহু গৃহহীনকে গৃহ নির্মাণ করে আশ্রয় দেয়া হয়েছে। আমরা আশা করি সমাজের সকল বিত্তশালী আশ্রয়ন প্রকল্পের কার্যক্রম অনুসরন করলে গৃহহীন ও অসচ্ছল মানুষ উপকৃত হবে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক

কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাদি, সাগির আহম্মদ, বাদশা আলম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাসেদুল আলম।

পূর্ববর্তী নিবন্ধপদুয়ায় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধউদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তরুণদের এগিয়ে আসতে হবে