বর্তমানে চলার পথে কম–বেশি সবাই আমরা যানবাহন ব্যবহার করছি। এই চলার পথে অনেকের দুর্ঘটনা ঘটছে। সব দুর্ঘটনার মধ্যে একটি চলন্ত বাসে উঠা নামা সময় ঘটে যাওয়া মারাত্মক দুর্ঘটনা। সম্প্রতি সময়ে এই দুর্ঘটনার প্রবণতা অনেক বেড়ে গেছে। চলন্ত বাস থেকে নামতে গিয়ে অনেকের হাতে–পা ভাঙছে,
চাকায় পিষ্ট হয়ে মারা যাচ্ছে। এখন ঘটে যাওয়া এই ঘটনাগুলোর দোষী কে? চালক নাকি যাত্রী। আমার মতে, উভয়ে সমান দোষী। প্রথমত চালকের কথা বলতে গেলে, সড়কে কার আগে কে যাত্রী নিতে পারবে এরকম রীতিমতো প্রতিযোগিতা চলে। একপর্যায়ে চালকরা যাত্রী নামাতে থাকেন চলন্ত অবস্থায়।
হেলপাররা যাত্রীদের বলে থাকেন বাম পা আগে দিয়ে নামার জন্য। আবার বিপরীত দিকে চলন্ত অবস্থায় গাড়িতে যাত্রীরা উঠতে থাকেন। বিশেষ করে ডাইরেক বাসগুলোতে এই ঘটনাগুলো ঘটে থাকে। দ্বিতীয়ত যাত্রীদের কথা বলতে গেলে, তাদের অনেক উদাসীনতাভাব রয়েছে। যাত্রীরা সময়ের মূল্য দিতে গিয়ে দেখা
যায় তাদের জীবনটা হারিয়ে ফেলে। অনেক যাত্রীভাবে একবার–দুইবার নামতে গিয়ে কিছুই হয়নি। তাহলে চলন্ত অবস্থায় নামতে গিয়ে তেমন কিছু হবে না। অনেক যাত্রী বলে থাকে, এভাবে নামাটা নাকি তাদের অভ্যাস হয়ে গেছে। সময় বাঁচাতে গিয়ে দেখা যায় কোন যাত্রী হাত–পা ভাঙছে কেউবা চাকায় পিষ্ট হয়ে
প্রাণ হারাচ্ছে। আমার মতে, চালক এবং যাত্রী উভয়েই সমান দোষী। চালক এবং যাত্রী উভয়েই সচেতন না হলে চলন্ত বাস থেকে নামতে গিয়ে প্রতিনিয়ত বলিদান হতে হবে সড়কে।