আবেদনের পরের দিনই শত কোটি টাকার ঋণ অনুমোদন

৪ বছরে পরিশোধ হয়নি এক টাকাও সীতাকুণ্ডের গ্র্যান্ড ট্রেডিং এন্টারপ্রাইজের এমডি, চেয়ারম্যানসহ তিনজনকে শোকজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

শত কোটি টাকা ঋণ চেয়ে সীতাকুণ্ডের গ্র্যান্ড ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেড নামের প্রতিষ্ঠান আবেদন করে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর। পরের দিন ২৭ ডিসেম্বর ১২ শতাংশ সুদে এক বছরের জন্য তা মঞ্জুর করে ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখা। ১০ দিন পর ওই ঋণ বিতরণও করা হয়। শর্ত মোতাবেক ঋণের কোনো টাকা পরিশোধ না হলেও দুই মাসের মধ্যে বিতরণ করা হয় আরো ১৫ কোটি ৮০ লাখ টাকার ঋণ। এরপর ২০১৯ সালের ২০ মার্চ বিতরণ করা হয়

 

আরো ১০ কোটি টাকার ঋণ। বিশাল অংকের এসব ঋণ ২০১৯ সালের ৩০ ডিসেম্বর পরিশোধের কথা থাকলেও তা হয়নি। ঋণের বিপরীতে ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটি কোনো জামানতও রাখেননি। এত কিছুর পরও গত বছরের ১১ মে পর্যন্ত ঋণ আদায়ে গ্র্যান্ড ট্রেডিং এন্টারপ্রাইজের এমডি, চেয়ারম্যানসহ বিবাদীদের বিরুদ্ধে কোনো নোটিশ দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ।

এ অবস্থায় ঋণ বিতরণে এবং তা আদায়ে নিয়মকানুন লক্সঘন করেছে ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখা কর্তৃপক্ষ, এমন অভিমত দিয়েছেন আদালত। একই সাথে গ্র্যান্ড ট্রেডিং এন্টারপ্রাইজের এমডি, চেয়ারমানসহ তিনজনকে শোকজ করা হয়েছে। তারা হলেন, এমডি মো. মোয়াজ্জেম হোসাইন, তার স্ত্রী ও

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাদিকা আফরিন দিপ্তি ও আশিকুর রহমান লস্কর নামের অপর একজন। কেন তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা আগামী ২০ মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখা দিতে শোকজ আদেশে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে যাতে এ তিনজন দেশত্যাগ করতে না

পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ পুলিশের ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপার বরাবর আদেশের কপি পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্র্যান্ড ট্রেডিং এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি ন্যাশন্যাল ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে মোট ১২৫ কোটি টাকা ঋণ নিয়েছে। সুদ বেড়ে বর্তমানে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৫ কোটি টাকায়। দীর্ঘদিন অতিবাহিত হলেও বিবাদীরা ঋণের এক টাকাও

পরিশোধ করেননি। এ জন্য তাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়ে শোকজ করা হয়েছে। আগামী ২০ মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

বেঞ্চ সহকারী আরো বলেন, গ্র্যান্ড ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেড নামের প্রতিষ্ঠানটি সীতাকুণ্ডের উত্তর সোনাইছড়ি এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটির এমডি, চেয়ারম্যানের বাড়ি নগরীর আকবরশাহ থানা এলাকায়।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট সেতুর উভয় প্রান্তে স্থাপন হচ্ছে উচ্চতা প্রতিবন্ধক
পরবর্তী নিবন্ধকারখানার আশপাশে অনেক স্থাপনায় ক্ষতি