সমর্থকদের বাধায় ইমরানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

আজাদী অনলাইন | রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৭:১১ অপরাহ্ণ

তোষাখানা মামলায় আদালত থেকে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়া‍না জারির পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে পুলিশ লাহোরে তার বাড়ির সামনে আজ রবিবার সকাল থেকে অবস্থান নিলেও সমর্থকদের কারণে ভেতরে প্রবেশ করতে পারছে না।

পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন-এর খবরে বলা হয়, আজ রবিবার সকালে ইসলামাবাদ পুলিশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ একটি দল ইমরানকে গ্রেফতার করতে তার জামান পার্কের বাড়িতে হাজির হলে তিনি ‘বাড়িতে নেই’ বলে তাদের জানানো হয়।

পুলিশ আসার আগেই ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতা ফাওয়াদ চৌধুরি দলীয় কর্মীসমর্থকদের ইমরানের বাড়ির সামনে হাজির হওয়ার আহ্বান জানান। সমর্থকরা পুলিশকে ইমরান খানের বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে।

এদিকে, পুলিশ সতর্ক করে বলেছে, যারা পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধা দেবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের এই হুঁশিয়ারিতে ইমরান সমর্থকরা ভয় পাননি। তারা নেতাকে রক্ষায় জান বাজি রেখে লড়ে যাওয়ার কথা বলেছেন। বলেছেন, ইমরানকে গ্রেফতার করা হলে দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলো হবে।

অন্যদিকে, ইসলামাবাদ পুলিশ প্রধান সাংবাদিকদের বলেছেন, তারা আজ খালি হাতে ফিরবেন না। তবে তিনি এমন কথা বললেও ইমরানকে গ্রেফতার করা যায়নি।

তার অবস্থান নিয়ে নানা কথাবার্তার মধ্যেই নিজের বাসভবন থেকে নেতাকর্মী সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়ে কয়েক ঘণ্টার রহস্যের অবসান ঘটিয়েছেন ইমরান খান।

তিনি বলেছেন, “কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কখনও মাথা নত করব না। আপনাদেরকেও কখনও তা করতে দেব না।”

তোষাখানা মামলার শুনানিতে দিনের পর দিন অনুপস্থিত থাকায় গত ২৮ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি সেশন আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ওই দিন ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা ছিল কিন্তু একই দিনে আরো তিনটি মামলায় হাজির হতে হওয়ায় ইমরান আদালতে উপস্থিত থাকতে পারেননি বলে তার আইনজীবী আদালতকে জানিয়েছিলেন।

এর আগে আরো দুইবার এ মামলায় অভিযোগ গঠনের দিন থাকলেও ইমরান উপস্থিত হতে ব্যর্থ হন। তৃতীয়বারও ইমরান অনুপস্থিত থাকায় অতিরিক্ত সেশন বিচারপতি জাফর ইকবাল তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি আগামী ৭ মার্চ পর্যন্ত মামলার শুনানি স্থগিত করেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ আজ রবিবার বলেছেন, “সরকারের ইচ্ছায় নয় বরং আদালতের নির্দেশে পুলিশ ইমরান খানকে গ্রেফতার করতে গেছে।”

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো ঈদ এক্সট্রা ভ্যাগেনজা
পরবর্তী নিবন্ধকাপ্তাই লেক থেকে সেনাবাহিনীর অস্ত্র ও গুলি উদ্ধার