বাঁশখালী‌তে গাছসহ ট্রাক-বালি উত্তোলনের মেশিন জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাঁশখালী প্রতি‌নি‌ধি | রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৯:১৮ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল পুঁইছড়ি ও পুকুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুরাতন ঘাট এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় আজ র‌বিবার (৫ মার্চ) দুপু‌রে ও সন্ধ‌্যায়।

বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বাঁশখালীর পু্ঁইছ‌ড়িতে পাহা‌ড়ি গাছ কে‌টে ইটভাটায় নেওয়ার খব‌রে প‌রিচালিত এ অভিযানে পাহা‌ড়ি গাছভ‌র্তি ট্রাক জব্দ করা হয়।

প‌রে সন্ধ‌্যায় বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী আরেক অ‌ভিযান প‌রিচালনা করেন।

এ সময় শঙ্খ নদী হতে অবৈধভাবে বালি উত্তোলন কাজে ব্যবহৃত মেশিন ও যন্ত্রপাতি জব্দ করা হয়।

প‌রে এগুলো পুকু‌রিয়া ইউ‌নিয়‌নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির উদ্দিনের জিম্মায় দেওয়া হয়।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ব‌লেন, “সকল অ‌নিয়‌মের বিরু‌দ্ধে প্রশাসন সবসময় সোচ্চার। তারই ধারাবা‌হিকতায় এ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে গাছভ‌র্তি ট্রাক জব্দ ও শঙ্খ নদী হতে অবৈধভাবে বালি উত্তোলন কাজে ব্যবহৃত মেশিন ও যন্ত্রপাতি জব্দ করা হয়।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে ৫ দিনেও ফিরেনি প্রবাসফেরত যুবক
পরবর্তী নিবন্ধবাঁশখালী‌তে পুকু‌রে প‌ড়ে শিশুর মৃত‌্যু