উন্নয়নে বদলে যাচ্ছে চট্টগ্রাম

বোয়ালখালীর চরখিজিরপুরে চসিক মেয়র

| রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৮:২০ পূর্বাহ্ণ

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, উন্নয়নে বদলে যাচ্ছে চট্টগ্রাম, শীঘ্রই ট্রেন যাবে কক্সবাজার। তিনি গত শুক্রবার নাগরিক কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

উপজেলার চরখিজিরপুর রফিকুল উলুম দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত নাগরিক কমিটির সভাপতি রফিক আহমদ সওদাগরের সভাপতিত্বে ও আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দীন মো. এমরান, বোয়ালখালীর পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুর। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. নুর হোসেন, অ্যাডভোকেট আবু তৈয়ব কিরণ, বেসরকারি কারা পরিদর্শক ইয়াছিন আরাফাত কচি, মতিনুল হক টিপু, আবু নঈম মো. ইব্র্রাহিম চৌধুরী, হাজী আলমগীর, সিরাজুল হক কাঞ্চন, আবদুস ছালাম, গুন্না মিয়া, মো. আবু সাদেক, নুরুল আবসার ফারুকী, শাহাদাত আলী সাদুল, গোলাম মোস্তফা, আবু জাফর চৌধুরী, আবু বক্কর চৌধুরী পারভেজ, আইয়ুব রহমান অপু, আরিফুর রহমান জিকু, শফিউল মোস্তফা, মো. রহিম, আবু তৈয়ব টিপু, আবু বক্কর জীবন, মো. মিয়া, জয়নাল আবেদীন জুবায়ের, হাফেজ মামুন আলকাদেরি, হাজী নবী হোসেন, মনির হোসেন, নুরুল কবির, মো. সৈয়দ, নুরুল আবসার, মো. আলমগীর, সেকান্দর জাবেদ, সুজায়েত আলী সুজন, মো. আলী, মো. আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
পরবর্তী নিবন্ধহামিদচর মহল্লা কমিটির মাদক বিরোধী সমাবেশ