মধ্য ফিলিপাইনে এক প্রাদেশিক গভর্নরসহ ছয়জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। নিহত গভর্নরের নাম রোয়েল দেগামো। কেন্দ্রীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে ঘটনাটি ঘটে। আল জাজিরা জানিয়েছে, গতকাল শনিবার স্থানীয় পুলিশ হামলা ও নিহতের তথ্য প্রকাশ করে। পুলিশের পক্ষ থেকে বলা
হয়েছে, সন্দেহভাজন ছয়জন বন্দুকধারী একই ধরনের পোশাক পরে পামপ্লোনা শহরে গভর্নরের বাড়িতে প্রবেশ করে। তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে। গভর্নর রোয়েল দেগামোর স্ত্রী এতথ্য নিশ্চিত করেছেন। পামপ্লোনা শহরের মেয়র এক টুইট পোস্টে বলেছেন, গভর্নর দেগামোর এ
ধরনের মৃত্যু কাম্য নয়। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের রাজনৈতিক মিত্র ছিলেন দেগামো। খবর বাংলানিউজের।
হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কোস। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। চলতি বছর জানুয়ারিতে ফিলিপাইনের দেশটির সুপ্রিম কোর্ট নেগ্রোস ওরিয়েন্টাল গভর্নর পদে রোয়েল দেগামোকে একজন সঠিক বিজয়ী ঘোষণা করেন।