জুনিয়র চেম্বার সদস্যদের দেশ বদলে দেয়ার স্বপ্ন দেখার আহ্বান তথ্যমন্ত্রীর

| রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৮:০২ পূর্বাহ্ণ

জুনিয়র চেম্বার সদস্যদের দেশ বদলে দেয়ার স্বপ্ন দেখার আহবান জানিয়ে তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা সবকিছুর পরিবর্তন চাই। তরুণ উদ্যোক্তারাই পরিবর্তনের হাতিয়ার। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। আমরা দেশ বদলের স্বপ্ন দেখি। তরুণরাই দেশ পরিবর্তন করতে পারে।

 

গতকাল শনিবার চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) চেইন হেন্ডওভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, আমি বিশ্বাস করি, পৃথিবীতে কোন কিছুই বাধা নয়। যার প্রচণ্ড ইচ্ছাশক্তি আছে, সে সকল বাধা অতিক্রম করতে পারে। ইচ্ছা, প্রচেষ্টা সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলেছে। দারিদ্রত্যা, ভাল চেহারা না থাকাএটা এগিয়ে যাবার পথে প্রতিবন্ধকতা হতে পারে না। তাই আসুন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নেবার স্বপ্ন দেখি।

অনুষ্ঠানে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, এখানে অনেক তরুণ উদ্যোক্তা আছে, যাদের চোখের দিকে তাকালে আমি আশার আলো খুঁজে পাই। গত ১১ বছরে জেসিআই অনেক দূর এগিয়েছে। তরুণদের নিয়ে তরুণদের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে জেসিআই। এখানে যারা কাজ করছে সবাই ডায়নামিক। এসময় চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, জেসিআইয়ের ফার্স্ট প্রেসিডেন্ট শান সাহেদ, গিয়াস উদ্দীনসহ জেসিআইয়ের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তিই হলো বিতর্কের ভিত্তি
পরবর্তী নিবন্ধঅর্থনীতিতে মোবাইল অ্যাপ ও গেম ইন্ডাস্ট্রি অবদান রাখবে