চবি চাঁদপুর জেলা স্টুডেন্টস এসো’র নবীন বরণ ও সংবর্ধনা

| রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন চবির উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ সংবর্ধনা গতকাল শনিবার এ কে খান আইন অনুষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর বেনু কুমার দে। বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ইকরাম আনসার তুহিন, এসোসিয়েশনের পৃষ্ঠপোষক মো. মুনির হোসেন, কাজী আবদুস সোবহান।

 

উদ্বোধক ছিলেন এসোসিয়েশনের পৃষ্ঠপোষক আ... শামীম হাসান। চবি সভাপতি মো. মাহফুজ আলম অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপউপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় হলো দেশের উচ্চ শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ পাদপীঠ।

এখানে যে যত বেশি জ্ঞান আহরণ করতে পারবে সে ততবেশি সাফল্য লাভ করতে পারবে। তিনি ছাত্রজীবনের প্রতিটি মূহুর্তকে কাজে লাগিয়ে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে দেশজাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহবান জানান। তিনি বিদায়ীদের কর্মময় জীবন প্রত্যাশা করেন। উপউপাচার্য এবং অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

 

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে মেকানিক্স অলিম্পিয়াড ও বুদ্ধিচর্চা বিষয়ক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধশিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার