জেলা প্রশাসনের তদন্ত কমিটি, কন্ট্রোল রুম

আহতদের জন্য চিকিৎসা সহায়তা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে। বাকি ছয় সদস্যের মধ্যে আছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এবং সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এছাড়া বিস্ফোরক অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি রয়েছে কমিটিতে।

জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস আজাদীকে বলেন, বিস্ফোরণের খবর পাওয়া মাত্র জেলা প্রশাসক ঘটনাস্থলে ছুটে যান। ঘটনা তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। সেই অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ও হতাহতদের জন্য সহায়তা কেন্দ্র ও কন্ট্রোল রুম খোলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কীভাবে, কেন, কার গাফিলতিতে বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের গাফিলতিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। সার্বিক বিষয় তদন্ত কমিটি খতিয়ে দেখবে। সে অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। ঘটনায় নিহতদের

পাশে থাকবে জেলা প্রশাসন। তাদের পরিবারকে সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের দাফনকাফনের জন্য তাদের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আহতদের চিকিৎসায়ও জেলা প্রশাসন সহায়তা দিচ্ছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রাথমিকভাবে আহত প্রত্যেকের ওষুধ ও খাবারের জন্য সাড়ে ৭ হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে। এছাড়া যা যা প্রয়োজন তার সবকিছুই করা হবে। আমাদের টিম র্সাক্ষণিক নজরদারিতে থাকবে।

প্রাথমিকভাবে নিহতদের দাফনকাফনের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২৫ হাজার এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ২৫ হাজার মিলে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের এই টাকা প্রদান করা হয়। পরে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ টাকা করে প্রদান করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অপরদিকে আহতদের মধ্যে চিকিৎসাধীন ২২ জনের প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাড়ে সাত হাজার টাকা প্রদান করেছে। তাদের প্রত্যেককে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে পরে ৫০ হাজার টাকা করে চিকিৎসা ব্যয় প্রদান করা হবে। জেলা প্রশাসনের এনডিসি তৌহিদুল ইসলাম গত রাতে এই তথ্য জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসড়কে প্রাণ হারালেন ৫ জন
পরবর্তী নিবন্ধভিড়ের চাপে দরজার কাচ ভেঙে পড়ল নাছিরের মাথায়