রাঙামাটি পার্বত্য জেলার রাইখালী-রাজস্থলী সড়কের বাঙ্গালহালিয়া এলাকার কাঁকড়াছড়ি নামক স্থানে মোটরসাইকেল ও চাঁদের গাড়ির মুখোমুষি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। তার নাম আরিফুর রহমান (২৫) বলে জানা গেছে।
এই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন আছেন মোটরসাইকেল আরোহী গরু ব্যবসায়ী মো. শাহেদ (৪৫)।
দুর্ঘটনাটি ঘটেছে আজ (৪ মার্চ) বিকালে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে চন্দ্রঘোনা থানা পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে বলে জানান চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙ্গালহালিয়া থেকে নাইক্যছড়ি বাজারের উদ্দেশে একটি চাঁদের গাড়ি যাবার পথে দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি পড়ে যায়। তাৎক্ষণিক কেউ নিয়ন্ত্রণ করতে না পারায় মোটরসাইকেল ও চাঁদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আরিফুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত মো. শাহেদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আমিন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং চাঁদের গাড়িটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
প্রসঙ্গত, রাজস্থলী সড়কে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটে। গত তিন মাস আগেও এই সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আরেকজন যুবকের মৃত্যু হয়েছিল। এর এাগেও একাধিক দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই সড়কে ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসী প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।