কক্সবাজার সরকারি কলেজ হীরকজয়ন্তী উৎসব ১৮ মার্চ

| শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজার সরকারি কলেজের হীরকজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৮ই মার্চ। গতকাল শুক্রবার কক্সবাজার পৌরসভাস্থ অস্থায়ী কার্যালয়ে উদযাপন পরিষদ ও বিভিন্ন উপকমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের চেয়ারম্যান মেয়র মুজিবুর রহমান। পরে সকলের মতামতের ভিত্তিতে আগামী ১৮ মার্চ অত্যন্ত হীরকজয়ন্তী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন ছাত্র রেজাউল করিম, মাহমুদুল হক চৌধুরী, এম.এ হাসেম, এডভোকেট রনজিত দাশ, এডভোকেট তাপস রক্ষিত, নুরুল আজিম কনক, মাহবুবুর রহমান চৌধুরী, জাহেদ সরওয়ার সোহেল, মোহাম্মদ হোসেন মাসু, সত্যপ্রিয় চৌধুরী দোলন, স্বপন রায় চৌধুরী, গিয়াস উদ্দিন, রোমেনা আক্তার, হেলাল উদ্দিন, হিল্লোল দাশ, শেখ ইয়াকুব আলী ইমন, ইসমাঈল সাজ্জাদ, সাইফুল কবির রনি, শাহেদ আলী অলিদ, আবুল মনসুর, রবিউল হাসান সাকিব, ছৈয়দ সাফায়াত সজীব, নুরুল আবরার সাকিব, আসিফুল করিম আসিফ প্রমুখ। সভায় উদযাপন পরিষদের সদস্য এবং বিভিন্ন উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক টাকায় ওষুধ দেবে ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ