নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের নয়াপাড়া সীমান্ত থেকে ৮৮০ বার্মিজ ওয়ারিজ সিগারেট জব্দ করেছে তুমব্রু বিওপি। গতকাল শুক্রবার বিকেল ৫টায় সীমান্তে পাহারারত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোয়ানরা সিগারেটের প্যাকেটগুলো জব্দ করেন।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তের ৩১ নং পিলারের কাছাকাছি ঘুমধুমের নয়াপাড়া সীমান্তে যান বিজিবি সদস্যরা। সেখানে একদল চোরাকারবারী মিয়ানমার সীমান্তের নাফনদী (ছোট অংশ) পায়ে হেঁটে মাথায় করে ৯ কার্টুন সিগরেট বাংলাদেশে পার করার সময় এসব সিগারেট জব্দ ও চোরাকারবারীকে
আটকে বিশেষ অভিযান চালাতে গেলে চোরাকারবারীরা নাফ নদীতে ঝাঁপ দেয়। আর কিছু চোরাকারবারী রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে আশ্রয় নেয়। এ সময় বিজিবি সদস্যরা ৮৮০ প্যাকেট বার্মিজ সিগরেট জব্দ করলেও চোরাকারবারীদেরকে আটক করতে পারেনি।
৩৪ বিজিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা সিগারেট ধ্বংস করার প্রক্রিয়া চলছে। আর ঘুমধুম ও তুমব্রু সীমান্তে বিজিবি জোয়ানরা তাদের চোরাচালান জব্দ অভিযান অব্যাহত রেখেছেন।











