অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:২৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আরব আমিরাত প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাতের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে ডাল, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। এছাড়া টিনসহ যাবতীয় জিনিসপত্র দেওয়ার আশ্বাস দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, সহসভাপতি মোহাম্মদ ওসমান গনি, নির্বাহী সদস্য মো. রাশেদ, মাওলানা আইয়ুব নুর, জুনায়েদ আজিজ, মো. আলম, ফিরোজ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি অগ্নিকাণ্ডে কদমতলী গ্রামের মোহাম্মদ জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন ও ইকবাল হোসেনের ঘরবাড়ি পুড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধঘুমধুম সীমান্তে ৮৮০ প্যাকেট বার্মিজ সিগারেট জব্দ
পরবর্তী নিবন্ধজনগণের দুর্ভোগ লাঘবে রাজপথে বিএনপি