শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে চট্টগ্রাম বিভাগের সাফল্য অব্যাহত রয়েছে। গতকাল ৫ম দিনে চট্টগ্রামের ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টে পদক অর্জন করেন। এদিন চট্টগ্রামের খেলোয়াড়রা কারাতে ৫টি, জিমন্যাসটিঙে ৩টি, টেবিল টেনিসে ২টি, এ্যাথলেটিক্সে ও কুস্তিতে ১টি করে মোট ১২টি স্বর্ণপদক জয় করেন। ৫ম দিন শেষে চট্টগ্রাম বিভাগের মোট পদক সংখ্যা হয়েছে ৩৭টি। গতকাল কারাতে –৫৫ কেজি তরুণী ইভেন্টে রুইতং ম্রো স্বর্ণপদক এবং নাদিয়া সুলতানা রৌপ্যপদক জয় করেন। –৬৭ কেজি তরুণ ইভেন্টে সুদর্শন চাকমা ব্রোঞ্জপদক জয় করেন। –৬১ কেজি তরুণী ইভেন্টে নাহিদা আকতার স্বর্ণপদক এবং অন্বেষা দে রৌপ্যপদক জয় করেন। –৭৫ কেজি তরুণ ইভেন্টে সৈয়দ মো. জারিফ কবির রৌপ্যপদক অর্জন করেন। –৬৮ কেজি তরুণী ইভেন্টে উমা চৌধুরী স্বর্ণপদক জয় করেন। তরুণীদের ৪৬ কে জি ওজন শ্রেণীতে ঐশী চাকমা ব্রোঞ্জ পদক অর্জন করেন। টেবিল টেনিসে তরুণী দ্বৈত ইভেন্টে খুলনা বিভাগকে ৩–০ সেটে পরাজিত করে চট্টগ্রাম বিভাগ স্বর্ণপদক জয় করেন।
চট্টগ্রাম বিভাগের পক্ষে অংশগ্রহণ করেন ঐশী রহমান এবং খইখই সাই মারমা। টেবিল টেনিস তরুণ দ্বৈত ইভেন্টে রাজশাহী বিভাগকে ৩–১ সেটে পরাজিত করে চট্টগ্রাম বিভাগ স্বর্ণপদক পায়। চট্টগ্রাম বিভাগের পক্ষে অংশ নেন আবুল হাসেম হাসিব ও প্রমিত খীসা জুটি। জিমন্যাসটিক্স ফ্লোর এক্সারসাইজে তরুণ ইভেন্টে চট্টগ্রাম বিভাগের নিঝুম খীসা স্বর্ণপদক জয় করেন। পোমেল হর্সে তরুণদের ইভেন্টে চট্টগ্রাম বিভাগের তনুরায় ত্রিপুরা স্বর্ণপদক জয় করেন।
তরুণীদের ভোল্টিং টেবিল ইভেন্টে চট্টগ্রাম বিভাগের বনফুলি চাকমা স্বর্ণপদক পান। ভোল্টিং টেবিল তরুণ ইভেন্টে চট্টগ্রাম বিভাগের তনুরায় ত্রিপুরা রৌপ্যপদক এবং তড়িৎ মোহন চাকমা ব্রোঞ্জপদক জয় করেন। এ্যাথলেটিঙের গোলক নিক্ষেপে চট্টগ্রাম বিভাগের আলী আকবর স্বর্ণপদক জয় করেন। দীর্ঘ লাফ তরুণীদের ইভেন্টে তানজিনা আক্তার তানিশা রৌপ্য পদক পান। চট্টগ্রাম বিভাগের তানজিনা আক্তার তরুণীদের গোলক নিক্ষেপে ব্রোঞ্জ পদক জয় করেছে। তরুণীদের কুস্তি ৬১ কেজি ওজন শ্রেণীতে চট্টগ্রাম বিভাগের পক্ষে স্বর্ণপদক জয় করেন মেরী আইরিশ প্রাভেন্স ত্রিপুরা এবং রৌপ্য পদক পান সূবর্ণা আক্তার। ৪০ কেজি ওজন শ্রেণীতে চট্টগ্রাম বিভাগের পাইমুইনচিং ব্রোঞ্জ পদক লাভ করেছেন। ৪৮ কেজি ওজন শ্রেণীতে বিশ্বমিত্র চাকমা ব্রোঞ্জ পদক অর্জন করে।
এদিকে হ্যান্ডবল ইভেন্টে চট্টগ্রাম বিভাগ সেমিফাইনালে উন্নীত হয়েছে। গ্রুপের ২য় ম্যাচে চট্টগ্রাম ২৩–১৯ গোলে খুলনা বিভাগকে এবং গ্রুপের ৩য় ম্যাচে বরিশাল বিভাগকে ৪৫–২০ গোলে পরাজিত করে। আজ সকাল ৮টায় চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তরুণদের রাগবি গ্রুপ পর্যায়ের ২য় ম্যাচে চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগের ম্যাচ ০০–০০ পয়েন্টে ড্র হয়। গ্রুপ পর্বের ৩য় ম্যাচে চট্টগ্রাম ২৯–০৫ পয়েন্টে ঢাকা বিভাগকে পরাজিত করে। বিকালে সেমিফাইনালে ০৭–০০ পয়েন্টে রংপুর বিভাগের কাছে পরাজিত হয় চট্টগ্রাম বিভাগ।
রাগবি তরুণীদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকা বিভাগের কাছে ০৫–০০ পয়েন্টে চট্টগ্রাম বিভাগ পরাজিত হয়। তবে বিকালে সেমিফাইনাল খেলায় চট্টগ্রাম বিভাগ ৭–০ পয়েন্টে রংপুর বিভাগকে পরাজিত করে। আজ সকাল ১১টায় ফাইনালে চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগের মোকাবেলা করবে। বাস্কেটবল তরুণীদের সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগ ৪০–২৪ পয়েন্টে খুলনা বিভাগের কাছে পরাজিত হয়। বিকালে ঢাকা বিভাগের বিরুদ্ধে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে জয়লাভ করে ব্রোঞ্জপদক অর্জন করে। বাস্কেটবল তরুণদের সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগ ৫৬–১৩ পয়েন্টে ঢাকা বিভাগকে পরাজিত করে। আজ সকাল ৯টায় খুলনা বিভাগের বিরুদ্ধে ফাইনাল খেলবে চট্টগ্রাম বিভাগ। তরুণীদের শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে চট্টগ্রাম বিভাগের মাহাদিয়া মাহানুর ব্রোঞ্জপদক লাভ করেন।
হকি তরুণী ইভেন্টের ফাইনালে চট্টগ্রাম বিভাগ ১–০ গোলে পরাজিত হয়ে রৌপ্যপদক অর্জন করে। স্কোয়াশ তরুণ একক ইভেন্টে চট্টগ্রাম বিভাগের সায়মন রৌপ্যপদক অর্জন করেন। স্কোয়াশ তরুণী একক ইভেন্টে চট্টগ্রামের রাফিয়া ইসলাম ব্রোঞ্জপদক পান। মিশ্র দ্বৈত ইভেন্টে চট্টগ্রাম বিভাগের সাইমুন এবং রাফিয়া ব্রোঞ্জপদক অর্জন করেন। আর্চারী ইভেন্টে আজ চট্টগ্রাম বিভাগ মিশ্র দ্বৈতের ফাইনালে অংশগ্রহণ করবে।












