মোস্তফা–হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ও পরিচালিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা–হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ফেস্টুন ও বেলুন উড়িয়ে খেলার শুভ সূচনা করেন তাহের গ্রুপের চেয়ারম্যান এম.এ. তাহের। নানা ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুপুর ১২টায়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কলেজের প্রতিষ্ঠাতা এম. মনজুর আলম। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম।
বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সিনিয়র শিক্ষকদের মধ্যে কাজী মাহবুবুর রহমান, আবু ছগীর, লায়লা নাজনীন রব প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক মেয়র এম. মনজুর আলম বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত। এখানে খেলাধুলা, শরীর চর্চা, সংস্কৃতি চর্চা, ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা রাখা আছে। পরে তিনি নানা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।












