সরকার দুর্নীতি ও ভুলনীতির দায় জনগণের কাঁধে চাপাচ্ছে

বিএনপির প্রস্তুতি সভায় আবু সুফিয়ান

| শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন ওষ্ঠাগত। অর্থনৈতিক সংকটে জনজীবন চরমভাবে বিপর্যস্ত। বেকারত্বের পাশাপাশি দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট ও নৈরাজ্যে দেশের মানুষ জর্জরিত। সরকার নিজেদের দুর্নীতি ও ভুলনীতির দায় জনগণের কাঁধে চাপাচ্ছে। জনগণের ভোটে সরকার নির্বাচিত নয় তাই জনগণের তাদের কোনো দায়বদ্ধতা নেই।

জনগণের প্রতি যাদের দায়িত্ব নেই, তাদের ক্ষমতায় থাকারও অধিকার নেই। এই সরকারের অধীনে আগামী দিনে আর কোনো নির্বাচন নয়। আগামী দিনে নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশব্যাপী যে পদযাত্রা কর্মসূচি তা সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

আগামীকাল ৪ মার্চ থানা পর্যায়ে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে গত বুধবার সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন ৪ নং, ৫ নং ও ৬ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন লিপু। থানা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভূ্‌ইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা নকীব উদ্দিন ভূইয়া, জসিম উদ্দিন, মসিহউদ্দৌলা জাহাঙ্গীর, মো. এসকান্দর, নাছির উদ্দিন, ইলিয়াছ শেকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, থানা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, কামাল উদ্দিন, মো. আলমগীর, আবু বক্কর রাজু, নুরনবী, আব্দুল মতিন, মো. হোসেন মাসুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেই শিক্ষার্থীকে নিরাপত্তা দিতে পুলিশকে ইবি কর্তৃপক্ষের চিঠি
পরবর্তী নিবন্ধইয়ুথ ওয়েলফেয়ার মিশনের শিক্ষাসামগ্রী বিতরণ