চুনতিতে একুশে বিতর্ক

ছাইফুল হুদা ছিদ্দিকী | শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

আমরা একুশের পথেই হাঁটছিএই বিষয় নিয়ে বিতর্কে চূড়ান্ত পবের্র সভাপতির আসনে, স্মৃতিতে ভেসে আসলো সেই আশির দশকের কথা। যখন চুনতি উচ্চ বিদ্যালয় ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের হয়ে নিয়মিত বিতর্ক করতাম। চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের যৌথ উদ্যোগে ‘যুক্তির সমরে মুক্তির মিছিল’ এই প্রতিপাদ্য নিয়ে ২০ ও ২১শে ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চুনতি লাইট হাউস নলেজ সেন্টারে। অংশগ্রহন কারী দল চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা, চুনতি সরকারি মহিলা কলেজ, চুনতি উচ্চ বিদ্যালয়, চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ও বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়।

যুক্তি ও তকের্র প্রাণবন্ত প্রতিদ্বন্দিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় দল এবং রানার আপ হয় চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা দল। মডারেটর দায়িত্বে ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল হোসাইন সিদ্দিকী, চুনতি লাইটহাউসের নির্বাহী কমিটির সদস্য কসশাফুল হক শেহজাদ ও প্রাবন্ধিক রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী।

কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিচারকের দায়িত্বে ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, যুগ্মসম্পাদক রিদোয়ান আলম আদনান, চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক রুকন উদ্দিন খান, শিক্ষক গোলাম কিবরিয়া সাহেল, চুনতি লাইটহাউসের সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিক ও রুবাব মিসওয়ার। পুরো প্রতিযোগিতার সেরা বিতার্কিক হন চুনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জারিফ আযহান সিদ্দিকী এবং চূড়ান্ত পবের্র শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা আক্তার ।

একঝাঁক তরুণ কর্মবীরদের সংগঠন ক্লাব একাত্তর এর পক্ষে বক্তব্য রাখেন ইয়াসির খান ছিদ্দিকী। বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন চুনতি লাইটহাউসের সভাপতি সুরাইয়া জান্নাত এফসিএ ও চুনতি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দ্বীন মোহাম্মদ মানিক।

পূর্ববর্তী নিবন্ধচিঠি বিনিময় প্রথা প্রচলিত হোক আবার
পরবর্তী নিবন্ধজীবন চলে প্রকৃতির নিয়মে