তৃতীয় জয় পেল পাইরেট্‌স অব চিটাগাং

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ১০:৩৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তৃতীয় জয় পেল পাইরেটস অব চিটাগাং। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাইরেটস অব চিটাগাং ৩ উইকেটে পরাজিত করে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবকে। আগেই চার ম্যাচে হেরে শিরোপা দৌড় থেকে বাদ পড়েছে পাইরেটস। তাই পরের ম্যাচ গুলো কেবলই আনুষ্টানিকতার ম্যাচে পরিনত হয়েছে দলটির জন্য।

অপরদিকে ইস্পাহানীও তিনটি জয় পেয়েছে। তবে তারা একটি ম্যাচে টাই করেছিল। সকালে টসে হেরে ব্যাট করতে নামা ইস্পাহানী স্পোর্টিং ক্লাব প্রথম বলেই উইকেট হারায়। ১৫ রানে হারায় দ্বিতীয় উইকেট। তবে তৃতীয় উইকেটে রোহান এবং রনি মিলে যোগ করেন ৫৯ রান। ২২ রান করে ফিরেন রনি। জনি এবং ইমরুলও পারেননি দলকে এগিয়ে নিতে। তবে সপ্তম উইকেটে রোহান এবং সোহেল মিলে যোগ করেন ৬৫ রান। ৫০ বলে ৪৬ রান করে ফিরেন সোহেল। শেষ দিকে রুদ্র ৩৫ এবং ফারদিন ৩৯ রান করলে ২৫০ রান সংগ্রহ করে ইস্পাহানী স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে হাফ সেঞ্চুরি করেন রোহান। তার ব্যাট থেকে আসে ৬১ বলে ৫৮ রান। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে ৩টি করে উইকেট নেন আলাউদ্দিন বাবু এবং বেলাল।

২৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রানে আরমান উল্লাহকে হারায় পাইরেটস। দ্বিতীয় উইকেটে আলিফ এবং ইমন মিলে যোগ করেন ৪১ রান। ২৩ বলে ৩০ রান করে ফিরেন আলিফ। অধিনায়ক রুবেল ফিরেছেন ১ রান করে। চতুর্থ উইকেটে ইমন এবং মাহমুদুল হাসান জয় মিলে যোগ করেন ৮৬ রান। দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে হাফ সেঞ্চুরি পুরনের পর আর বেশিক্ষন উইকেটে থাকতে পারেননি ইমন এবং জয়। ৫৭ বলে ৬০ রান করে ফিরেন ইমন। আর জয় ফিরেন ৫৯ বলে ৫২ রান করে। তবে পাইরেটসকে জয় এনে দেন আলাউদ্দিন বাবু। তার ২৩ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে ৪০.৩ ওভারে ৩ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আলাউদ্দিন বাবু। তিনটি করে চার এবং ছক্কা মেরেছেন আলাউদ্দিন বাবু। এছাড়া ২৮ বলে ২৯ রান করেন নাসির হোসেন। ৩২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন আবু বক্কর। ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ফারদিন আহমেদ, ইফতেখার সাজ্জাদ রনি এবং সোহেল। একটি উইকেট নিয়েছেন জয়। আজকের খেলা : ব্রাদার্স ইউনিয়ন বনাম ফ্রেন্ডস ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধকারাতে এবং টেবিল টেনিস থেকে আরো ৬টি স্বর্ণ চট্টগ্রামের
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.৪৯ কোটি টাকা