১২০ টাকা খরচে পুলিশে চাকরি

খাগড়াছড়িতে কনস্টেবল পদে নিয়োগ পেলেন ২৪ প্রার্থী

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

চাকরি নয়, সেবা’ এই শ্লোগানে মাত্র ১২০ টাকা ফরম কেনার বিপরীতে খরচ করে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পেয়েছেন ২৪ প্রার্থী। নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক। এ উপলক্ষে সোমবার রাতে খাগড়াছড়ি পুলিশ লাইন ড্রিল শেডে ‘সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে’ মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফ করেন পুলিশ সুপার। এ সময় বিনা ঘুষে পুলিশের চাকরিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকেরা আবেগআপ্লুত হয়ে পড়েন।

এসময় পুলিশ সুপার মো. নাইমুল বলেন, ১১ ফেব্রুয়ারি থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ঐদিন মাঠে সবাইকে নিশ্চয়তা দিয়েছিলাম যোগ্যতা এবং মেধার ভিত্তিতেই নিয়োগ দেয়া হবে। কোনো ধরনের তদবির, দালালদের দৌরাত্ম্য এবং অনৈতিক লেনদেন ছাড়াই পুলিশে চাকরি দেওয়া হবে। আমি আমার কথা রেখেছি। আজ আপনারা তার প্রমাণ। আমরা আশা করব কর্মক্ষেত্রে আপনারা তার প্রতিদান দেশবাসীকে দিবেন।

এসময় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ ও ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা জাকারিয়া তালুকদারের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধগরীব ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেবে সরকার