যুল ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের সভা

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারি বলেছেন, সততা, উদারতা, সবার প্রতি সদাচরণ, মহানুভবতা, জনকল্যাণ ও সমাজসেবার মনোভাব নিয়ে ছাত্রদের নিজেদের জীবন পরিচালিত করতে হবে। জীবদ্দশায় এমন কাজ করতে হবে যা তাকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার ছাত্রসংগঠন যুলইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের কাউন্সিল ও সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গত রোববার নগরীর এক রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের মহাসচিব শাহজাদ ইবনে দিদার। মুহাম্মদ ইয়াসিন আরাফাত ও ফরমান উল্লাহর যৌথ সঞ্চালনায় এতে আলোচক ছিলেন সাইফুদ্দিন খালেদ আলআজহারী, আলহাজ্ব মুহাম্মদ আব্দুলাহ, আলহাজ্ব হাফেজ মুহাম্মদ হোসাইন, হাফেজ সাইফুল করিম নাঈম, আবুল কাশেম তাহেরী, মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুহাম্মদ আসাদ, মুহাম্মদ আব্দুল কাদের, হাফেজ মুহাম্মদ আতিক।

প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সাইফুদ্দিন আহমদ। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ নুর রায়হান চৌধুরী। নির্বাচন কমিশনার ছিলেন মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের।

কাউন্সিলে মুহাম্মদ ইকবাল জাহিদকে সভাপতি, ইয়াসিন আরাফাতকে সাধারণ সম্পাদক ও মিনহাজুল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি জায়গা দখল করে ভবন নির্মাণ উচ্ছেদ অভিযান
পরবর্তী নিবন্ধদক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ