মোহাম্মদ ইউনুচ কুতুবী

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলার ইতিহাস গ্রন্থের রচয়িতা ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ কুতুবী (৫৪) হৃদরোগে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহিরাজেউন)। অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ কুতুবী কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার মাওলানা ফকির মোহাম্মদের জ্যেষ্ঠ সন্তান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র ছিলেন। তিনি চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কুতুবদিয়া উপজেলার ধুরুং ইউনিয়নে অধ্যক্ষ ইউনুচ কুতুবীর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাখমুতে পরিস্থিতির অবনতি হচ্ছে
পরবর্তী নিবন্ধসাংবাদিক নিপুল কুমার দের বড় ভাইয়ের মৃত্যু