নাবলুসে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের তাণ্ডব

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস এলাকায় অন্তত ৩০০টি হামলা চালিয়েছে অবৈধ বসতিস্থাপনকারী ইসরায়েলিরা। হামলায় তারা বাড়িগাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, এমনকি গুলিও চালায়। ফিলিস্তিনি কর্মকর্তারা এ ঘটনাকে গণহত্যা বলে বর্ণনা করেছেন। খবর আল জাজিরা। সামিহ আলআকতাস, বয়স ৩৭। নাবলুসের দক্ষিণে জাতারা গ্রামের বাসিন্দা তিনি। রোববার রাতে ইসরায়েলিদের গুলিতে আহত হোন তিনি। পরেরদিন তার মৃত্যু হয়। নিহত সামিহ তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। মাত্র পাঁচ দিন আগে তিনি দেশে ফিরে আসেন। খবর বাংলানিউজের।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, নাবলুসের দক্ষিণে অবস্থিত হুওয়ারা, জাতারা, বুরিন ও আসিরা আলকিবলিয়া গ্রামে অবৈধ বসতিস্থাপনকারীদের তাণ্ডবে কমপক্ষে ৩৯০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই আহত হয়েছেন টিয়ার গ্যাস এবং বাড়িগাড়িতে লাগানো আগুনের ধোঁয়া থেকে।

ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো ছুরিকাঘাত, ধাতব রড ও পাথর দিয়ে হামলার খবর দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকেমব্রিজের অধ্যাপক হলেন অটিজম আক্রান্ত
পরবর্তী নিবন্ধবাখমুতে পরিস্থিতির অবনতি হচ্ছে