পুকুরটিকে বাঁচাবে কে?

আগ্রাবাদ রঙ্গিপাড়ার বালির বাপের পুকুর

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

অভিনব কৌশলে নগরীর আগ্রাবাদের রঙ্গিপাড়ায় শত বছরের পুরনো একটি পুকুর ভরাট করে ফেলা হচ্ছে। স্থানীয় একটি চক্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লা দিয়ে বালির বাপের পুকুরটি বেশ কিছুদিন ধরে ভরাট করছে।

দিনের পর দিন প্রকাশ্যে ভরাট কার্যক্রম চললেও তা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। পরিবেশ অধিদপ্তর বা অন্য কারো মাথাব্যথা নেই। এক সময় স্থানীয়দের পানির অন্যতম উৎস বালির বাপের পুকুরটি সিটি কর্পোরেশনের ময়লা ফেলে ভরাট করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও কেউ প্রতিবাদ করতে পারছে না।

স্থানীয় একাধিক বাসিন্দা আজাদীকে জানান, পুকুরটি প্রতিদিন ভরাট হচ্ছে। স্থানীয়ভাবে বিভিন্ন বাসাবাড়ি এবং দোকানপাট থেকে সংগৃহীত ময়লা পুকুরটির ভরাট কাজে ব্যবহৃত হচ্ছে। স্থানীয়দের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচার রেস্টুরেন্ট ও হোটেলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে তামিমরা