ফটিকছড়ির একটি হত্যার চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতাসহ পাঁচ আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভুইয়া তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৮ ডিসেম্বর ফটিকছড়ির কাঞ্চননগরে একটি মাদরাসার জমির বিরোধ নিয়ে মাদরাসার জমিদাতা আলী আকবর চৌধুরীর উপর হামলা করে ছাত্রলীগ নেতা তানভীরের নেতৃত্বে স্থানীয় দুষ্কৃতিকারীরা। এতে আলী আকবর চৌধুরীসহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। তিনি চমেক হাসপাতালে চিকিৎসা নিয়ে চট্টগ্রাম জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট–৩ এর আদালতে ছাত্রলীগ নেতা তানভীরসহ পাঁচজনকে আসামি করে একটি সিআর মামলা করেন।
এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষে আসামিরা গতকাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে সকল আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।












