চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন ৯.২৫ কোটি টাকা। ১,৪২০ টি লেনদেনের মাধ্যমে মোট ১০.৯৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২২.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,২৯৮.৭৪ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২৪.৯৩ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৬.৬৩ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক পয়েন্ট ৬৮.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৬৩৪.২৫ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৯,১৩৮.৫৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৪,০৮৪.৭০ কোটি টাকায়। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৯ টির, কমেছে ৪০ টির আর অপরিবর্তিত রয়েছে ৭০ টির ।