এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা লড়াই বেশ জমে উঠেছে। লিগের ছয় রাউন্ড শেষে এককভাবে আবাহনী লিঃ সবকটি ম্যাচে জিতে সবার উপরে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে তিনটি দল। ছয় ম্যাচের একটিতে করে হেরে ১০ পয়েন্ট নিয়ে আছে ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল এবং রাইজিং স্টার ক্লাব। যেখানে রান রেটের বিচারে দ্বিতীয় স্থানে ব্রাদার্স আর তৃতীয় স্থানে মুক্তিযোদ্ধা। গতকাল নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে সিটি কর্পোরেশন একাদশকে ৪৭ রানে হারিয়ে পঞ্চম জয় তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। অপরদিকে এই পরাজয়ে ছয় ম্যাচের তিনটিতে জয় আর তিনটিতে পরাজয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে সিটি কর্পোরেশন একাদশ।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সকালে টসে জিতে ব্যাট করতে নামে মুক্তিযোদ্ধা। দুই ওপেনার তুলে নেন ২৯ রান। ২১ রান করে ফিরেন ইমন। দ্বিতীয় উইকেটে জসিম এবং বাপ্পা মিলে যোগ করেন ৪৮ রান। ৪১ বলে ৪২ রান করে ফিরেন জসিম। তবে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেয় জাকারিয়া মাসুদ এবং মোহাইমেনুলের চতুর্থ উইকেট জুটি। এজুটিতে আসে ৬৫ রান। ৩৪ রান করে ফিরেন মোহাইমেন। তবে দলকে টেনে নিয়ে যান জাকারিয়া মাসুদ। তার ৮১ বলে ৮২ রানের উপর ভর করে মুক্তিযোদ্ধা সংসদ সংগ্রহ করে ২৫৭ রান। ১০ টি চার একং একটি ছক্কা মেরেছেন মাসুদ। এছাড়া দলের পক্ষে শেষ দিকে শুভ ১১ এবং মুরাদ করেন ১৬ রান। সিটি কর্পোরেশন একাদশের পক্ষে ৩১ রানে ৪টি উইকেট নিয়েছেন সাজ্জাদ হোসেন। ২টি উইকেট নিয়েছেন মনজুর আলম।
২৫৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানেই ওপেনার তওসিফকে হারায় সিটি কর্পোরেশন। এরপর মাত্র ২ রানের ব্যবধানে ফিরেন ওপেনার রোকন এবং তিন নম্বরে নামা রবিন। ৩৩ রানে তিন উইকেট হারানোর পর লিখন এবং মিনহাজ উদ্দিন যোগ করেন ৩৬ রান। ১৩ রান করে ফিরেন মিনহাজ। এরপর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন লিখন এবং জাবেদ। দুজন দারুনভাবে এগিয়ে যাচ্ছিলেন। এক সময় মনে হচ্ছিল এই দুজনের ব্যাটের উপর ভর করে জয় তুলে নিতে পারবে সিটি কর্পোরেশন। কিন্তু এই জুটি ভাঙ্গার পর আর সেটা হয়ে উঠেনি। লিখন এবং জাবেদ মিলে ৭৭ রান যোগ করেণ নিজের হাফ সেঞ্চুরি পুরনের পরপই ফিরেন লিখন। ফিরে আসার আগে করেন ৮৪ বলে করেন ৫১ রান। তবে শেষ পর্যন্ত ব্যট করে গেছেন জাবেদ। কিন্তু দলকে জেতাতে পারেনি।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১০ রানে থামে সিটি কর্পোরেশন একাদশের ইনিংস। জাবেদ অপরাজিত ছিলেন ৯৪ বলে ৭১ রান করে। ১০ বলে ১৩ রান করেন মনজুর আলম। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোরসালিন মুরাদ এবং সিরাজুল মোস্তফা শুভ।
আজকের খেলা : আবাহনী লিঃ বনাম রাইজিং স্টার ক্লাব।