চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের (সিডিএফএ) যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন কল্লোল সংঘের সাধারণ সম্পাদক,বাফুফে এবং সিজেকেএস কাউন্সিলর মো. সালাউদ্দিন জাহেদ। অনেকদিন ধরে ক্রীড়াঙ্গনে সংগঠকের ভূমিকা পালন করছেন তিনি। তার নেতৃত্বে চট্টগ্রাম জেলা ফুটবল দল দীর্ঘদিন বাদে জাতীয় ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল খেলতে সমর্থ হয়।
গত ২০ ফেব্রুয়ারি সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে সালাউদ্দিন জাহেদকে যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়। চট্টগ্রামে অনুষ্ঠিত গত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে সংগঠক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন সালাউদ্দিন জাহেদ।