চন্দনাইশে দিনব্যাপী অনুষ্ঠিত হলো অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক কর্মশালা। গতকাল সোমবার ন্যাশনাল একাডেমিক ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এর আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় কাশেম–মাহবুব উচ্চ বিদ্যালয় হল রুমে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহার সভাপতিত্বে এতে প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম সিটি কলেজের প্রভাষক মো. গোলাম মোস্তফা, ডা. আবির রহমান। উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়। এছাড়াও কর্মশালায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
কর্মশালায় অটিজম বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তারা বলেন, অটিজম শিশুরা অন্য শিশুদের মতোই। তাদের বিকাশ জনিত যে সমস্যা রয়েছে যত্ন পেলে তারাও স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। অন্যান্য শিশুদের মতো তাদেরও স্কুলে ভর্তি নিশ্চিত করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের যত্নের মাধ্যমে সমাজের মূলধারায় পরিচালিত করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।