দক্ষিণ কাট্টলী ওয়ার্ডস্থ কালি মন্দির এলাকায় চসিক মেয়রের নির্দেশনা অনুযায়ী গত রোববার স্থানীয় জেলেদের মাঝে ভিজিএফের প্রথম দফায় ৫৮০টি পরিবারের মাঝে ১৩০ কেজি করে ৯২ টন ৮ কেজি চাল বিতরন করেন ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল।
চাল বিতরণকালে তিনি বলেন–জেলারা খেটে খাওয়া মানুষ। সাগরে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে থাকে। বছরের একটি নির্দিষ্ট সময়র সরকারি নিষেধাজ্ঞার কারণে মাছ ধরা থেকে তাদের বিরত থাকতে হয়। এই সময় তাদের জীবিকা নির্বাহের জন্য সরকার ভিজিএফের মাধ্যমে চাল দিয়ে থাকে। তিনি মা ইলিশ রক্ষায় জেলে সম্প্রদায়কে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মাহাবুল আলম, ফারুক, কবির আহমেদ, সুজন দাশ, ঝিন্টু দাশ, খেলন দাশ, রতন দাশ, ঝুন্টু দাশ, বিষু দাশ, রাজ কুমার দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।