কাঙ্ক্ষিত পরিমাণে দৈনিক মজুরি না দেয়ার ক্ষোভ ও নগদ টাকার লোভে লোহাগাড়ার চরম্বায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. আমিন (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আজজুর রহমানের পুত্র। গত রোববার সন্ধ্যায় কুতুপালং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত আহম্মেদ কবির (৭৫) লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাইয়ার পাড়ার মৃত আমির বক্সুর পুত্র। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি চরম্বা ইউনিয়নের বাইয়ার পাড়ার ফকিরের বাপের খিল এলাকার দুর্গম পাহাড়ি বাগান থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর নিহত বৃদ্ধের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করা দুই রোহিঙ্গা পলাতক ছিলেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত রোহিঙ্গা নাগরিক মো. আমিনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে বৃদ্ধকে হত্যা করার কথা স্বীকার করেন তিনি। আসামির দেয়া তথ্য মতে ঘটনাস্থলের পাশে খালের পানিতে ডুবন্ত অবস্থায় ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি জানায়, দৈনিক মজুরি কাঙ্ক্ষিত পরিমাণে না দেয়া ও ঘটনার দিন বৃদ্ধ আহম্মেদ কবিরের কাছ নগদ প্রায় ৫০ হাজার টাকা থাকায় ক্ষোভ–লোভে অপর রোহিঙ্গার সহযোগিতায় ধামা (ধারালো অস্ত্র) দিয়ে কুপিয়ে আহম্মেদ কবিরকে হত্যা করে পালিয়ে যায় তারা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গতকাল সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।