নিন্দুকেরা বলবে কথা
পালন করো নীরবতা।
গড়বে ভবিষ্যৎ
থাকবে তুমি সৎ।
নিন্দুকেরা করবেই তো
নিন্দা সর্বদা।
ভাল কাজে মন দিলেই
দেবে তো বাঁধা।
এটা নয় ওটা নয়
করবে নানান ঝামেলা।
এটা তাদের স্বভাব যেনো
কাটে এভাবেই বেলা।
কারো কথায় কান না দিয়ে
নিজের জীবন গড়
তবেই দেশ এগিয়ে যাবে
হবে তুমি বড়।