বন্দর নগরী চট্টগ্রামে ইদানীং ছিনতাই বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই শুনতে পাই কারও না কারও মোবাইল ফোন কিংবা মানিব্যাগ ছিনতাইয়ের খবর। গত এক মাসের মধ্যে আমার বিশ্ববিদ্যালয়ের পরিচিত ৮ জন ভাইয়ের স্মার্টফোন এবং আরেকজন পরিচিত ভাইয়ের পেছনের পকেট কেটে কৌশলে মানিব্যাগ চুরি করেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। লাগামহীনভাবে বেড়েই চলেছে এই মোবাইল–মানিব্যাগ চুরির ঘটনা।
বিশেষ করে নগরীর ২নং গেইট, জিইসি, অক্সিজেন মোড়, নিউমার্কেট সহ বিভিন্ন ব্যস্ততম মোড়গুলোতে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। কখনো কখনো দিনে–দুপুরে হত্যার ভয় দেখিয়েও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ বেশ বিপাকে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন এই ব্যাপারে এবং যথাযথ মনিটরিং এর মাধ্যমে এইসব ছিনতাইকারী চক্রের সদস্যদের দ্রুত আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অতীব জরুরি। অন্যথায়, এদের দৌরাত্ম দিন দিন আরও বাড়তে থাকবে। এই সমস্যার দ্রুত সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
তিলক বড়ুয়া
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।