টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নুরুল আলম নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

তার নাম নুরুল আলম বলে জানা গেছে। সে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গম পাহাড় হতে তাকে গ্রেফতার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মছিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ শামলাপুর, বাহারছড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী এবং অস্ত্র আইনে মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নুরুল আলমকে দুর্গম পাহাড় হতে গ্রেফতার করে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী‌তে ভ্রাম‌্যমাণ আদাল‌তে ১ লাখ ২০ হাজার টাকা জ‌রিমানা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কাটায় ৮০ হাজার টাকা জরিমানা