লোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কাটায় ৮০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ১২:৪৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে কৃষি জমির টপসয়েল কাটায় জমিরুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিপাহী পাড়ার সাহাব মিয়ার পুত্র।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের আধুনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা