সিএসইতে লেনদেন ৪.৬৩ কোটি টাকা

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন ৪.৬৩ কোটি টাকা। ১,২৮৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৬.৫৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৮.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,২৭৬.৩৭ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২৪.৫১ তে।

এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৫৩.৮৬ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক পয়েন্ট গতকাল অপরিবর্তিত ছিল যা হলো ১,৭০২.৯৬ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮,৬৯১.৭১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৪১৪,০৮৪.৭০ কোটি টাকায়। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১০০টির, এর মধ্যে দাম বেড়েছে ২ টির, কমেছে ৫২ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।

পূর্ববর্তী নিবন্ধপরাজয়ের ডাবল হ্যাটট্রিক মোহামেডানের
পরবর্তী নিবন্ধইসরায়েল-ফিলিস্তিন বৈঠক শুরু