১ম বিভাগ ক্রিকেট লিগে উল্লাসের জয়

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০৭ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে উল্লাস ক্লাব ৮ উইকেটে রিজেন্সী স্পোর্টস ক্লাবকে পরাজিত করেছে। গতকাল রোববার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে রিজেন্সী প্রথমে ব্যাট করে। ২৭.৫ ওভার খেলে তারা ৯৪ রানে সব উইকেট হারায়। দলের পক্ষে শান্তুনু ৪৭ এবং ইশমাম আলম ২৫ ছাড়া আর কেউ দ্বিঅংকের ঘরে যেতে পারেননি। উল্লাস ক্লাবের নাহিদ হাসান ৩টি উইকেট পান।

এছাড়া ২টি করে উইকেট নেন রবিউল হোসেন,মো. ইরফান এবং মোদাব্বির হোসেন ২টি করে উইকেট নেন। জবাবে উল্লাস ক্লাব ১৩ ওভার খেলেই জয় তুলে নেয়। তারা ২ উইকেটে ৯৫ রান করে। দলের হয়ে শাহ পরান ৩৪,খালেদ সাইফুল্লাহ অপরাজিত ২৯ এবং মোদাব্বির হোসেন অপরাজিত ১৮ রান করেন। রিজেন্সীর রফিকউদ্দিন ১টি উইকেট পান।

পূর্ববর্তী নিবন্ধযুব গেমস দাবায় আরেকটি স্বর্ণ চট্টগ্রাম বিভাগের
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা