মুঘল সম্রাটদের দেখানো হচ্ছে খলনায়ক হিসেবে : নাসিরউদ্দিন শাহ

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০২ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে ভারত শাসন করা মুঘলদের সম্পর্কে নিজের অবস্থান ফের প্রকাশ করলেন ভারতের আলোচিত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তার ভাষ্য, মুঘলদের মহিমান্বিত করার যেমন প্রযোজন নেই, তেমনি সমালোচনা করাও অর্থহীন। মুঘল সম্রাটদের নানা সময়ে কেবল খলনায়ক হিসেবেই তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন অভিনয়ের পাশাপাশি খোলামেলা কথাবার্তার জন্য বরাবরই আলোচিত। আগামী ৩ মার্চ মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’। খবর বিডিনিউজের।

ওটিটি প্ল্যাটফর্ম জি ভাইভে মুক্তি পাবে সিরিজটি। সেখানে সম্রাট আকবর হয়ে আসছেন বহুমাত্রিক চরিত্রে অভিনয় করা অভিনেতা। এনডিটিভি জানিয়েছে, সিরিজ মুক্তির এক সপ্তাহ আগে নাসিরউদ্দিন এক সংবামাধ্যমে ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’ নিয়ে কথা বলার সময় বলেন, মুঘলরা যদি এতই খারাপ কাজ করে থাকে, তো তাদের তৈরি লালকেল্লা, তাজমহল ভেঙে ফেলেলেই হয়। নাসিরুদ্দিন শাহর কথা হল, ভারতের ইতিহাসকে ভুলভাবে তুলে ধরার প্রবণতা বাড়ছে। ইতিহাসে মুঘলদের তুলে ধরা হচ্ছে খলয়নাক হিসেবে। আমার ভাবতে অবাক লাগে যে মানুষ আকবর এবং খুনি নাদির শাহ অথবা তৈমুরের মধ্যে তফাত বোঝে না। এটা জানে না যে তারা ভারত লুট করতেই চেয়েছিল কিন্তু মুঘলরা সেটি করেনি। দেশে ইতিহাস চর্চার অভাবে চেতনার ঘাটতি তৈরি হচ্ছে বলেও মনে করেন নাসিরুদ্দিন শাহ। স্কুলগুলোয় বাচ্চাদের গুপ্ত রাজবংশ, মৌর্য রাজবংশ, বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে ঠিকঠাক পড়ানো হচ্ছে বলে মনে হয় না।

তিনি বলেন মুঘলরা ভারতে এসে নিজেদের বসতি গড়ে সাম্রাজ্য তৈরি করে এবং তা টিকিয়ে রাখে কয়েক শতাব্দী ধরে। তাদের অবদান আদৌ অস্বীকার করা যায় কি না সে প্রশ্ন রাখেন তিনি। নাসিরুদ্দিনের এমন বক্তব্য প্রথম নয়। গত বছরও সিরিজ শুরুর আগে মুঘল সম্রাটদের পক্ষে নিজের মতামত তুলে ধরেছিলেন তিনি।

তিনি বলেছিলেন, মোঘল সম্রাটদের নৃশংতা নিয়ে অনেক কথা হয়। কিন্তু দেশের উন্নয়নে তাদের ভূমিকা বিস্মৃত হয়েছে এবং হচ্ছে। তারাই ভারতের নানা জায়গায় স্থাপনা গড়ে তোলে এবং শিল্পসংস্কৃতিতেও মুঘলদের অবদান অনস্বীকার্য। নির্মাতা রাহুল বোসের ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে নাসিরুদ্দিন শাহ ছাড়াও শাহজাদা সেলিমের চরিত্রে অভিনয় করেছেন আসিম গুলাটি। আনারকলি হয়েছেন অদিতি রাও হায়দারি। ধর্মেন্দ্র থাকছেন সেলিম চিশতির ভূমিকায়। কয়েক দিন আগে ওই লুকে ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে হইচই ফেলেদেন ধর্মেন্দ্র। গত সপ্তাহে ওয়েব সিরিজের ট্রেইলারটি প্রকাশ হয়েছে ইউটিউবে।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের প্রথম গান ইউটিউবে মুক্তি পাচ্ছে আজ
পরবর্তী নিবন্ধপ্রকাশ হলো ব্ল্যাক য্যাং’র ‘ফেরারি ফোক’