রাশিয়ার মিত্র চীনের ১২ দফা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। গত শুক্রবার রাশিয়া–ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তির দিন প্রস্তাব দিয়েছিল চীন। দ্য গার্ডিয়ানের লাইভ আপডেট প্রোগ্রামে বলা হয়েছে, চীনের দেওয়া প্রস্তাবের একদিন পরই ইউক্রেন তা প্রত্যাখ্যান করে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক এ টুইট বার্তায় একথা জানান।
ইউক্রেনকে শান্তি প্রস্তাব দেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতি ও রাশিয়ার ওপর একতরফা নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানিয়েছিল চীন। খবর বাংলানিউজের।শনিবার মাইখাইলো পোদোলিয়াক নিজের টুইট বার্তায় চীনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি নিজেদের বিশ্ব পরাশক্তি মনে করে থাকেন, এ ধরনের অবাস্তব প্রস্তাব দিতে পারেন না। আপনারা একজন আগ্রাসীর সঙ্গে বাজি ধরবেন না যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ও যুদ্ধে হেরে যাবে।
এটা অদূরদর্শী নয়। যারা কয়েক দশক ধরে পরিকল্পনা করেছে তারা (রাশিয়া) তিন দিনের খেলা খেলে না। চীন, সুযোগের জানালা’ অন্তহীন নয়। চীন ইউক্রেনকে শান্তি আনতে যে ১২ প্রস্তাব দিয়েছে তার মধ্যে রয়েছে– আলোচনার উদ্যোগ, পশ্চিমা নিষেধাজ্ঞার অবসান, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর গঠন ও স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিহার ও শস্য রফতানি স্বাভাবিক করা।