রাইজিং জুনিয়রকে হারাতে ঘাম ঝরল ব্রাদার্সের

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

এক ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা প্রত্যাশি ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আগের ম্যাচে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের কাছে হারের পরের ম্যাচেই আবার জয়ের ধারায় ফিরেছে ব্রাদার্স। যদিও গতকালও কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্রাদার্সকে। শক্তির বিচারে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ রাইজিং স্টার ক্লাব জুনিয়র ঘাম ঝরিয়েছে ব্রাদার্সের। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ব্রাদার্স ইউনিয়ন জিতেছে মাত্র ৭ রানে। ব্যাটিংয়ে বড় ইনিংস গড়তে না পারলেও বোলাররা ব্রাদার্সকে জয় এনে দিয়েছে। যদিও আগে ব্যাট করা ব্রাদার্স পু্‌েরা ৫০ ওভার খেলতে না পারলেও রাইজিং স্টার জুনিয়র ঠিকই খেলেছে পুরো ৫০ ওভার। আর তাতে লড়াই করে হেরেছে রাইজিং স্টার জুনিয়র। এদিকে এই জয়ের ফলে ৬ ম্যাচের ৫টিতে জিতেছে ব্রাদার্স। পয়েন্ট তালিকার রাইজিং স্টার ক্লাবের সাথে তাদের সমান পয়েণ্ট।

ককভাবে পয়েন্ট তালিকার সবার উপরে আবাহনী লিঃ। তাদের পয়েন্ট ৬ ম্যাচে ১২। গতকাল টসে জিতে ব্যাট করতে নামা ব্রাদার্স ইউনিয়ন ২০ রানে হারায় প্রথম উইকেট। তবে দ্বিতীয় উইকেটে মঈনুল এবং নাবিল মিলে যোগ করেন ৮৯ রান। কিন্তু দুর্ভাগ্যের শিকার হন দুজনই। দুজনই ফিরেছেন হাফ সেঞ্চুরির একেবারে কাছে গিয়ে। যেখানে মঈনুল ফিরেছেন ৪৮ রানে আর নাবিল ৪৯ রানে। এই জুটি ভাঙ্গার পর দ্রুত উইকেট হারাতে থাকে ব্রাদার্স। এক পর্যায়ে ১৪০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ব্রাদার্স। সে চাপ থেকে দলকে টেনে তোলেন আল আমিন এবং মাহমুদুল হাসান। দুজন যোগ করেন ৮২ রান। তখণ মনে হচ্ছিল বড় স্কোরের দিকে এগুচ্ছে ব্রাদার্স ইউনিয়ন।

কিন্তু এজুটি ভাঙ্গার সাথে সাথেই শেষ হয়ে গেল সে সম্ভাবনা। ২২২ রানে ৭ উইকেট হারানো ব্রাদার্স ২২৭ রানে হয় অল আউট। আল আমিন ফিরেছেন ৪৫ বলে ৫১ রান করে। আর মাহমুদুল হাসান ফিরেছেন ২৯ বলে ৩৩ রান করে। এর আগে মুনিম শাহরিয়ার করেন ১৭ রান। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ২৭ রানে ৪টি উইকেট নেন শরীফুল ইসলাম। ২টি করে উইকেট নিয়েছেন মনিরুল ইসলাম আকাশ এবং ওমর শাহেদ। ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় রাইজিং স্টার জুনিয়র। দ্বিতীয় উইকেটে আল আমিন এবং রাফসান মিলে ২৪ রানের বেশি যোগ করতে পারেনি। আল আমিন ফিরেছেন ২১ রান করে। তৃতীয় উইকেটে রাফসান এবং জেম মিলে যোগ করেন ৫৪ রান।

তখন মনে হচ্ছিল জয়ের দিকেই এগুচ্ছে রাইজিং স্টার জুনিয়র। কিন্তু এজুটি ভাঙ্গার পর আবার পিছিয়ে পড়ে রাইজিং জুনিয়র। ৩২ রান করা জেমকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন আল আমিন। এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে রাইজিং জুনিয়র। তবে অধিনায়ক শরীফুল ইসলাম একপ্রান্ত আগলে রেখে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারলেননা। ৬৭ বলে ৫৩ রান করে ফিরেন শরীফুল। শেষ দিকে আশরাফুল হোসেন বাবু, সিফাত ইসলাম মিম এবং মনিরুল ইসলাম আকাশরা চেষ্টা করেছিলেন বটে। কিন্তু দলকে জেতাতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে ২২০ রানে থামে রাইজিং স্টার জুনিয়রের ইনিংস। আর তাতেই ৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। দলের পক্ষে বাবু ১২, মিম ১৭ এবং আকাশ করেন ১৮ রান। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ২৮ রানে ৪টি উইকেট নিয়েছেন মাহমুদুল হাসান। ২০ রানে ৩টি উইকেট নিয়েছেন ইলিয়াছ সানি। ৫১ রানে ২ উইকেট নিয়েছেন আল আমিন।

আজকের খেলা ঃ মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি।

পূর্ববর্তী নিবন্ধযুব গেমসের প্রথম স্বর্ণ পদক জিতল চট্টগ্রামের লুবাবা
পরবর্তী নিবন্ধরাশিয়ার বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞার ছড়াছড়ি